মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের এক কলেজ ছাত্র ইরি প্রজেক্টের মেইন তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভাওড়া এলাকার বিলে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে বলরাম রাজবংশী (২২) বলে জানা গেছে।
বহুরিয়া ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সামাদ সিকদার বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে হয়ে পড়ায় মঙ্গলবার সকালে বলরাম বাড়ি থেকে নৌকা বাইতে বের হয়। একজন যাত্রীসহ বহুরিয়া থেকে উপজেলার সরিষাদাইড়ের দিকে রওনা হয়। পরে ভাওড়া বিলে পৌঁছানোর পর ধান ক্ষেতের প্রজেক্টের মেইন তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়।
নৌকায় থাকা যাত্রীর চিৎকারে আশপাশের লোকজন তাদের নৌকা নিয়ে ঘটনাস্থলে এসে খোঁজাখোঁজি করতে থাকে। প্রায় ১৫ মিনিট পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত বলরাম মির্জাপুর সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো বলে পরিবার জানিয়েছেন।