পঞ্চগড়ে বৃষ্টির পানি জমে থাকায় সড়কের যোগাযোগ বন্ধ


টানা বৃষ্টি আর থেমে থেমে বৃষ্টিতে পানি জমে রাস্তা বন্ধ। এক কাঁচা রাস্তা আর নেই কোন ট্রেন তাই ভোগান্তিতে পড়েছে পথচারী।
পঞ্চগড় সদর উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের সি,এন,বি, মোড় হয়ে বানিয়া পাড়া হয়ে যতন পুকুরি পর্যন্ত প্রায় ২ কিলো কাঁচা রাস্তা।
আজ শুক্রবার ১০জুলাই ২০২০ ইং বাদ জুম্মার নামাজের পর হঠাৎ মুষলধারে ( প্রায় ৪ ঘন্টা) বৃষ্টি হয়। আর এই বৃষ্টির কারণে পথচারী হাজার মানুষ দূর্ভোগে পড়েছেন। একই সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ মাধ্যম এই রাস্তাটিতে বৃষ্টির পানি জমায় মানুষ জাল দিয়ে মাছ ধরছে।
এলাকাবাসী জানান, বৃষ্টির পানি হলেই এই রাস্তায় এক হাঁটু পানি জমে থাকে। রাস্তা কাঁচা থাকায় রাস্তা ভেঙে যায় কাদা জমে থাকে। ড্রেন না থাকায় পানি বাড়ির শোয়ার রুমে প্রবেশ করে ।
স্কুল কলেজের ছাত্র, মসজিদের মুসল্লির যাতায়াতের সমস্যা হয়। এলাকার মানুষ অনেকদিন ধরে সমস্যায় জর্জরিত ও নানা পানি বাহিত রোগে আক্রান্ত হয়।
পঞ্চগড় সদর উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ও চেয়ারম্যান মোঃ আওরঙ্গজেব জানান , রাস্তার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এলাকার মানুষ। বৃষ্টি হলেই আমরা তাৎক্ষণিক বার বার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে থাকি কিন্তু কোনো সাড়া মেলেনি।