টাঙ্গাইলে দারুল আরকাম শিক্ষকদের স্মারকলিপি প্রদান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৪৮ পিএম, সোমবার, ৬ জুলাই ২০২০ | ৪২৮

শিক্ষকদের বকেয়া বেতনসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইলের দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি স্মারকলিপি প্রদান করেছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খানের নিকট এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুমিনুল হাসান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শিক্ষকদের ছয় দফা দাবিগুলো হচ্ছে- দ্রুত তাদের প্রকল্পটি পাশ করে আগামী কুরবানি ঈদের আগেই শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। প্রকল্পের অনমোদনের সময় শিক্ষকদেও স্থায়ী জনবল হিসেবে উল্লেখ করে বেতন-ভাতা প্রদান করতে হবে। প্রাইমারি স্কুলের ন্যায় দারুল আরকাম শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। দ্রুত পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে। প্রাইমারি সকউলের ন্যায় দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা সমূহে আসবাব পত্রসহ ভবন নির্মানে বরাদ্দ দিতে হবে এবং প্রাইমারির ন্যায় পর্যায়ক্রমে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসাকে রাজস্বখাতভুক্ত করার নির্দেশনা প্রদান করতে হবে। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৪৮ জন শিক্ষক ছয় মাসের বেতন পাননি।