টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ৩৩ জন, মোট ৭৩০


টাঙ্গাইলে লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে আরো ৩৩ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, মির্জাপুর ১০ জন, ধনবাড়ি ৩ জন, সখিপুরে ২, ভূঞাপুরে ৭ এবং গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন।
শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ধনবাড়ী উপজেলার এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ছেলে, সখীপুর উপজেলার একজন ব্যাংক অফিসার ও তার স্ত্রী, মির্জাপুর থানার এএসআই ও তার স্ত্রী রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল বৃহস্পতিবার আসে। এতে নতুন করে ৩৩ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩১৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।
শনিবার (০৪ জুলাই) পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৭৩০ জনের মধ্যে মির্জাপুরে ২৪৩, সদরে ১৫০, নাগরপুরে ৩৮, কালিহাতীতে ৪২, দেলদুয়ারে ৪৩, গোপালপুরে ৩৬, মধুপুরে ৪১, ভূঞাপুরে ৩৭, ধনবাড়ীতে ৩১, ঘাটাইলে ২৮, সখিপুরে ২৭ এবং বাসাইলে ১৪ জন।