রসিক নির্বাচন: অধীর আগ্রহে ভোটাররা, সব প্রস্তুতি সম্পন্ন


রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন বৃহস্পতিবার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বুধবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিজিবি মাঠ পর্যায়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনসহ প্রতিটি কেন্দ্রে ২৪জন পুলিশ ও ১৪জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ৩৩ ওয়ার্ডে ৩৩ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বিজিবি সদস্যদের ভোট কেন্দ্রসহ গোটা সিটি কর্পোরেশন এলাকা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
অপরদিকে রসিক নির্বাচনে মেয়র পদের ত্রি-মুখী এ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ের মুকুট পড়াতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), বিএনপির মেয়র প্রার্থী রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বতন্ত্র মেয়র প্রার্থী এইচএম আসিফ শাহরিয়ার (হাতি), বাসদের মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু (হাত পাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী সেলিম আখতার (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২১১জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার শেষদিন গণসংযোগ ও মিছিল-মিটিংয়ে মুখরিত হয়ে উঠেছে রংপুর মহানগরী।
প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং আমি বিপুল ভোটে বিজয়ী হব।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশংকা প্রকাশ করে বিএনপি মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেন, যেভাবে আওয়ামী লীগ ও জাপা এবং তাদের লোকজন আচরণবিধি লংঘন করছেন তাতে কোন অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, জাপা নেতা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুরে অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোসহ কালো টাকা ছিটিয়ে চরমভাবে আচরণবিধি লংঘন করছেন। গত ৩ দিন ধরে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আটকের হুমকিসহ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এরপরও আমি নির্বাচনের মাঠে থাকবো এবং নির্বাচন নিরপেক্ষ হলে অবশ্যই জয়ী হব।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরের মাটি এরশাদের ঘাঁটি। রংপুরবাসী লাঙ্গল ছাড়া আর কিছুই বুঝে না। লাঙ্গলের জয়ধ্বনি উঠে গেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের জয় অবশ্যই হবে। কমপক্ষে ৫০ হাজার থেকে ১ লাখ ভোটের ব্যবধানে আমি জয়ী হব ইনশাল্লাহ।