বাসাইলে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু


টাঙ্গাইলে বাসাইলে বজ্রপাতে মোছা. সনিয়া আক্তার নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাশিল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে ও কেবিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
সত্যতা নিশ্চিত করে কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা রাজিক বলেন, বিকেলে ঝড় বৃষ্টির সময় ওই স্কুল ছাত্রীর বাড়ির পাশেই আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।