নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, শনিবার, ৩০ মে ২০২০ | ৪৪৬

দিনাজপুরের বীরগঞ্জে ৮ বন্ধু মিলে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। তাদের মৃতদেহ ঠাকুরগাঁও গড়েয়া নিয়ে আসা হয়। তাদেরকে এক নজর দেখতে হাজারো জনতার ভীর।

শনিবার (৩০মে) দুপুর ১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকার পাড়া ২নং ওয়াড এলাকার মোঃ বাবুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রাইয়ান রেজা নাঈম (১৭) ও একই এলাকার মো: নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ৮ জন বন্ধুমিলে নদীতে গোসল করতে এসে তাঁরা নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সৌরভ এর মৃত্যুদেহ এবং রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৪টায় রাইয়ান রেজা নাঈমের মৃত্যুদেহ উদ্ধার করেন।

এবিষয়ে বীরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সত্যতা নিশ্চিত করেছেন।