ব্র্যাকের খেলার জগৎ কর্মসূচীর পরিচিতি অনুষ্ঠান


ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালীত ব্র্যাক শিক্ষা উন্নযন ইনস্টিটিউটের খেলার জগৎ কার্যক্রমের কর্মসূচী পরিচিতি মুলক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচী পরিচিতি মুলক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
খেলার জগৎ কর্মসূচীর পরিচিতি ও কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসূচী বিশেষজ্ঞ নাহিদ পারভীন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফেরদৌসি খানম,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মুল্লা, সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম, ব্র্যাক টাঙ্গাইল প্রতিনিধি মনির হোসেন, প্রকল্প ব্যবস্থাক দিলরুবা বেগম, ব্র্যাক মির্জাপুর এড়িয়া ব্যবস্থাপক নকুল চন্দ্র রায় প্রমুখ।