টাঙ্গাইলে ৬ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা ও এক বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, শুক্রবার, ১৫ মে ২০২০ | ৫৩৯

টাঙ্গাইলে ঔষধের দোকানে নেশা জাতীয় লুপেন্টা ঔষধ, রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে এবং মজুদ রাখায় তিন জন কে ৬০ হাজার টাকা জরিমানা এবং তিন জনকে এক বছরের কারাদন্ড দিয়েছেন  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) বিকেলে শহরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম।

এসময় টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত উপস্থিত ছিলেন।

মেজর তালাত জানান,শুক্রবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় নেশা জাতীয় লুপেন্টা ঔষধ, রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে এবং মজুদ রাখায় মোবাইল কোর্ট মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (এ) এবং (সি) ধারায় অভিযুক্ত তিন জন মফিজ মেডিকেল হলের মির্জা গলিব @রজব আলী (৪৫) কে এক বছরের কারাদন্ড, নাছির মেডিকেল হলের মোঃ নুরুন নবী (৫০) কে এক বছরের কারাদন্ড,মিতা মেডিকেল হলের কামরুল চৌধুরী (৪৫) কে এক বছরের কারাদন্ড প্রদান এবং মফিজ মেডিকেল হলের মির্জা মানিক (৪০) কে ৫০ হাজার , উৎসব মেডিকেল হলের উত্তম কুমার সাহা (৩৫) কে ৫ হাজার এবং রাজু ফার্মেসীর গোপিনাথ সাহা (৬০) কে ৫ হাজার করে মোট তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

,