দেশীয় অস্ত্র দিয়ে ভাইয়ের উপর ভাইয়ের হামলা!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, শুক্রবার, ১৫ মে ২০২০ | ৩২৫৫

বাড়ির রাস্তার বিরোধের জের ধরে আপন এক ভাই আর এক ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত শনিবার (৯ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওইদিন রাতেই দু’পক্ষ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছে।

আহত ইদ্রিস আলীর ছেলে ও অভিযোগকারী মো. আশরাফ বলেন, মোকাদ্দস ও মোক্তার নামের তার দুই চাচা ও তাদের স্ত্রী সন্তানেরা সবসময়ই তাদের সাথে বিরোধের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আমাদের বাড়ির দরজার সামনে সিঁড়িকোঠা তৈরি করার সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

হামলার এক পর্যায়ে আমার বাবার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে, লাঠি দিয়ে পিটিয়ে আমার বাবার হাত পা ভেঙ্গে দেয়। বাধা দিতে গেলে আমার মা-বোন ও আমাকে বেধড়ক লাঠিপেটা করে। আমার বাবার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। তার মাথায় ও পায়ে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে এবং হাত ও পা ভেঙ্গে যাওয়ায় ব্যান্ডেজ করা হয়েছে। আমার বাবাই আমাদের পরিবারের সব, তাই আমার বাবাকে আমার চাচারা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় ঐ দিন। আমি এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও হামলাকারীরা কেউ আইনের আওতায় না আসায় তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে বলে জানান আহত ইদ্রিস আলী। তার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ইদ্রিস আলীর ভাই মোকাদ্দস আলী বলেন, বাড়ির জমি নিয়ে ঝামেলায় গত বছর ইদ্রিস আমার উপর হামলা করেছিলো। সেই ঘঁনায় সুরাহা হলেও ইদ্রিস সেই মিমাংসার শর্ত না মানায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের একজন আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানান তিনি।

থানার এস আই মোহাম্মদ আফতাব উদ্দিন শেখ জানান, ঘটনার পর দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ওই মারামারির ঘটনায় শুধু মোকাদ্দস নামের এক ব্যক্তি অভিযোগ দিয়েছেন। তবে অপর পক্ষের অভিযোগ দেয়ার বিষয়টি তিনি জানেন না বলে উল্লেখ করেন।