টাঙ্গাইলে আরো এক নারী আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২৭ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ১৬৯৭

টাঙ্গাইলের গোপালপুরে গাজীপুর ফেরত আরো এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মেয়েটি গাজীপুর থেকে গোপালপুরে তার বাবার বাড়ী আসেন। এ নিয়ে গোপালপুরে দুই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৬ জনে।

এ ঘটনায় শনিবার সকালে হাদিরা ইউনিয়নের হাদিরা পূর্বপাড়া গ্রামে রোগীর বাড়ীসহ আশেপাশের দশবাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যালয় জানায়, শুক্রবার ৮১টি নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১টি পজিটিভ হয়।

এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, এই মহিলা গাজীপুরে থাকতেন। তিনি গত ১৮ এপ্রিল বাড়িতে আসে। তখন থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পরলে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য।

আজ শনিবার (০২ মে) সকালে তার রিপোর্টটি পাই। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তারা ঐ এলাকার ১০ বাড়ি লকডাউন করে দেয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, আক্রান্তকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও তাকে লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তের বাড়ীসহ আশপাশের দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌছে দেয়া হয়েছে। আক্রান্ত মেয়েটির শারীরিক অবস্থা অনেকটা ভালো। তাই সে আপাতত নিজ বাড়ীতে থেকেই চিকিৎসা নিবে। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় মাইকে সচেতনামূলক প্রচারণাসহ গ্রামের সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়।