ভূঞাপুরে ট্রাকে পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, শুক্রবার, ১ মে ২০২০ | ৩৯৭

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী নম্বরবিহীন হাইড্রোলিক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত উপজেলার জগৎপুরা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পরে ভূঞাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার জগৎপুরার অবৈধ বালুর ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালুর ঘাট তৈরি করে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছেন। করোনার মধ্যে পণ্যবাহী যান ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও বালুর ট্রাক চলছে অবিরত। কিন্তু প্রশাসন বালুর ট্রাক ও অবৈধ বালুর ঘাট বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয় নি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ মারা যান। এতে উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

ওসি আরো বলেন উন্নয়ন কাজের জন্য এই বালু ট্রাক চলে। এটি নিছক একটি দুর্ঘটনা।