আর্তমানবতায় রহমান পরিবার

নাগরপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২ পিএম, শুক্রবার, ১ মে ২০২০ | ৫৫৪

টাঙ্গাইলের নাগরপুরে আর্তমানবতায় এগিয়ে এসেছে ঐতিহ্যবাহী রহমান পরিবার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন দুস্থ ১হাজার পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছে রহমান পরিবারের ৩ ভাই।

শুক্রবার সকালে উপজেলার গয়হাটায় রহমান ভিলায় পরিবারের তিন ভাই বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু, ডা.আতোয়ার রহমান ও আতিকুর রহমান আলেকের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সকালে উপজেলার গয়হাটায় কর্মহীন মানুষের জন্য পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন হামিদুর রহমান ঝন্টু।

তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছি। আমরা আগামীতে আরও যারা কর্মহীন হয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করবো।

খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, পরিবারের আরেক ভাই মজিবর রহমান বিপ্লব, গয়হাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদশা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মুশফিক হোসেন শৈবাল, শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহ আলম মিয়া প্রমূখ।