প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৭ পিএম, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৪৯৫

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসায় অধ্যয়নরত রাজু(১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে ।  

মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে পুলিশ রাজুকে আটক করতে অভিযান শুরু করে বুধবার ভোর রাতে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে। 

উপজেলার শেষ প্রান্তে গোপালপুরের রামনগর এলাকার এক দাদার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে।  অভিযানে নেতৃত্ব দেয়া মধুপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জোবাইদুল হক রাজুকে আটক করার কথা নিশ্চিত করেছেন।

রাজু স্থানীয় টেংরি হাফেজী মাদরাসা ছাত্র এবং মধুপুর পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানি খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানায় , গত ২৬ এপ্রিল দিন দুপুরে লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে  রাজু তাকে ধর্ষণ করে। গত দুইদিন এ নিয়ে ধ্যান দরবার চলছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারের তেমন কেউ নেই। স্থানীয় মাতাব্বরগণ দরিদ্র অসহায় প্রতিবন্ধীর ওই পরিবারকে বুঝিয়ে মীমাংসার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে। 

মধুপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।