আজ থেকে মহিউদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম আ.লীগের ৩ দিনের শোক


সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে তিন দিনের শোক পালন করবে মহানগর আওয়ামী লীগ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বিজয় র্যালি’ বাতিল করে শুক্রবার রাতে দলের জরুরি সভায় রোববার, সোমবার ও মঙ্গলবার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়।
মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, তিনদিনের শোক কর্মসূচি চলাকালে কালোব্যাজ ধারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আজ রোববার নগরীর মুসাফির খানা মসজিদে মহানগর কমিটির উদ্যোগে কোরআন খতমেরও আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার বিজয় দিবসে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া গতকাল বিকেলে শহীদ মিনার চত্বরে মহানগর কমিটির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্পাদনা : মাহফুজ উদ্দিন খান