দেশে আরো ৪৯৭ জনের করোনা শনাক্ত,শিশুসহ ৭ জনের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | ৪৮৬

গেল ২৪ ঘণ্টায় দেশে আরো নতুন করে ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ৫ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে আরো এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫২ জনের মৃত্যু হলো। মৃত শিশুটির বয়স দশ বছরের নিচে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আরো ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এসময় নাসিমা সুলতানা বলেন, সুস্থতার হিসাব শুধু হাসপাতালে যারা ভর্তি ছিলেন তাদেরটাই দেয়া হয়। আর যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন তাদের এ হিসাবে আনা হয়নি। বাড়িতে থেকে কতজন সুস্থ হয়েছেন তাও খুব শিগগিরই জানানো হবে।

তিনি জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। এদের পাঁচজন ঢাকার বাসিন্দা, অপর দুজনের একজন সিলেট এবং আরেকজন রাজশাহীর। মৃতদের বয়স বিশ্লেষণে তিনি বলেন, তাদের পাঁচজনই ষাটোর্ধ্ব, আরেকজনের বয়স ৪০ থেকে ৫১ বছর বয়সসীমার এবং একজন শিশু মারা গেছে যার বয়স দশ বছরের নিচে। প্রসঙ্গত, গতকালও একটি শিশু মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত।