বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় পেট্রোলম্যান নিহত


বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বিবিএ এর আব্দুল কাদের (৩৫) নামে এক পেট্রোলম্যান নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩০নং পিলালের নিকট ঘটনাটি ঘটে। আব্দুল কাদের বিবিএ এর ফায়ার এন্ড রেসকিউ পদে কর্মরত ছিলেন।
তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩৮ নং পিলালের নিকট ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। এ সময় পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল ট্রাকটিকে উদ্ধার করতে যায়। সেতুর ৩০নং পিলারের নিকট তিনি উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দেয়।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে সেতুতে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষন করা হচ্ছে। গাড়িটিকে শনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি জানান।