দেশে নতুন শনাক্ত ৪৯২, মৃত ১০০ ছাড়াল


গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৯২ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে বাংলাদেশে ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৪৮। এ সময় আরো ১০ জনের মৃত্যু হওয়ায় কভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতি বর্ণনায় এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ২৬ হাজার ৯০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। আর সরকারের রোগ তত্ত্ব ও ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।