চাল বিতরণে অনিয়মের অ‌ভি‌যো‌গে ছাত্রলী‌গ নেতার লাই‌সেন্স বা‌তিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ৪৬৮

টাঙ্গাইলের সখীপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর (১০ টাকা কেজি দরের) চাল বিতরণে অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকারের লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ডিলার আরিফ সরকার সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সে উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার ও ওই এলাকার মৃত আ. গফুর সরকারের ছেলে।

জানা যায়, গত ৫ এপ্রিল রবিবার সকালে উপজেলা খাদ্য গুঁদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টন চাল তুলে এলাকার উদ্দ্যেশে নিয়ে যায়। চাল গুলো উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার কার্ডধারী গরীব দুঃস্থ্যদের মধ্যে ১০ টাকা কেজি দামে প্রত্যেককে ৩০ কেজি করে দেওয়ার কথা ছিলো। কিন্ত তিনি গরীব লোকদের চাল না দিয়ে তা অন্যত্র খোলা বাজারে বিক্রি করে দেন বলে ভুক্ত ভোগীরা অভিযোগ করেন।

কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যন তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ওই এলাকার তিনজন লোক আমাকে জানায় তাদের চাল না দিয়ে ৩০০ করে টাকা দিয়ে বিদায় করে দেন। এ ঘটনায় তাৎখনিক আরিফ সরকারকে ফোন করি। এ নিয়ে ওই ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ডিলার আরিফ সরকারকে আটক করেন। পরে সন্ধ্যায় দেড় লাখ টাকা জরিমানা ও তার ডিলারশীপ বাতিল করে তাকে মুক্তি দেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভূক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণা দায়ে তার লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।