নতুন ৩৫ জনসহ করোনায় আক্রান্ত বেড়ে ১২৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, সোমবার, ৬ এপ্রিল ২০২০ | ৫৪৬
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে দেশে ১২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হলো।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। তবে সেটি প্রাথমিক তথ্য ছিল জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় চারজন নয়, তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৩ জনেই আছে।

নতুন আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ থেকে ৫০ বছর বয়সী, ১১ জন। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ৬ জন।’ অন্যদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।

অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি এক প্রশ্নের জবাবে জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।