মির্জাপুর হানাদার মুক্ত দিবস
বিজয়ের আগে এক বিজয় উল্লাস


১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির বিজয়ের পূর্বে এক বিজয় উল্লাসে মেতেছিল মির্জাপুরের মুক্তিযোদ্ধা জনতা। ১৯৭১ সালে জাতীর বিজয়ের মাত্র তিনদিন আগে বিজয় লাভ করে মির্জাপুর।
১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদাড় মুক্ত দিবস উপলক্ষে এই বিজয় উল্লাস পালিত হয়। এ উপলক্ষে মির্জাপুরে মুক্তিযোদ্ধা জনতা নানা কর্মসূচী পালন করে।
সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিিিটর সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করেন সাংসদ একাব্বর হোসেন। পরে মুক্তিযোদ্ধা জনাতার একটি বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
এসময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ