মধুপুরে টাকা ভাগাভাগি নিয়ে ডাকাতের মৃত্যু

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৮ পিএম, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ | ৩৮৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে নিজ দলের হামলায় হাসান আলী (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। রোববার রাতে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে কয়েকজন ডাকাতদের মধ্যে কথা কাটা-কাটি হয়।

কথাকাটির এক পর্যায়ে হাসান আলীকে তাদের অপর পক্ষের লোকজন এলোপাতারি কিল, ঘুষি, ও লাঠি দিয়ে আঘাত করে । এতে ঘটনাস্থলেই হাসান আলীর মৃত্যু ঘটে। পরে এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ কৃষ্ণ নামের এক ব্যক্তিকে আটক করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা করা হয়েছে।