বাসাইলে দোকান-ধানের গোডাউনে অগ্নিকাণ্ড

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:২৫ পিএম, সোমবার, ১৬ মার্চ ২০২০ | ৪২৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া এলাকায় একটি দোকান ও দুইটি ধানের গোডাউনে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার কলিয়া মধ্যপাড়ার আলমের ভাড়া দেওয়া দোকানে ভোর রাতে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি ও স্থানীয় মেম্বার কামরুল সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘরের মালিক আলম মিয়া বলেন ৩টি দোকান ভাড়া দেওয়া হয়েছে। একটিতে গ্যাসসহ অন্যান্য মালামাল বিক্রি হতো এবং আরও দুইটিতে ধানের গোডাউন ছিল। ঘর ও মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।