নাগরপুরে নসিমনের চাপায় দুই নারী নিহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২ এএম, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | ৭৬১

টাঙ্গাইলের নাগরপুরে নসিমন (ভটভটি) এর চাপায় পথচারি দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন পথচারি আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল নাগরপুর-মির্জাপুর সড়কের দক্ষিন ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া গ্রামের ফকির চাঁনের স্ত্রী উজালা বেগম (৫০) ও সাটুরিয়া উপজেলার বেতুলিয়ার গ্রামের ছামের আলীর স্ত্রী শেফালী বেগম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন পাকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিয়ার হোসেন (৫৫)।

এ ঘটনায় বেচেঁ যাওয়া আলিয়ার হোসেন জানান, আমি সাইকেল নিয়ে হাটে যাচ্ছিলাম এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন বাসকে সাইড দিতে গিয়ে আমাকে ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই মহিলাকে চাঁপা দেয়। এ সময় আমি সাইকেল রেখে লাফ দিলে মাথায় আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে আমি বেচেঁ যাই। কিন্তু দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ জানান, সকালে ঘাগড়া থেকে ধান ভর্তি একটি নসিমন ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি পিকনিকের বাস পৌছালে সাইড দিতে গিয়ে নসিমনটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারিদের চাঁপা দিলে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও অপর একজন পথচারি আহত হন। এ ঘটনায় নসিমন আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।