কালিহাতীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

শুভ্র মজুমদার,কালিহাতী
প্রকাশিত: ০৭:১৬ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | ৮০২

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ সন্তানের জননী গৃহবধু মিনা বেগম (৪০)'র রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বামী শাজাহান পালিয়ে গেছে।

মিনা বেগম কালিহাতীর ঘুনি পশ্চিম পাড়া গ্রামের মৃত আইনউদ্দিনের মেয়ে ও সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ মধ্যপাড়া গ্রামের শাজাহানের স্ত্রী।

জানা যায়, আজ মঙ্গলবার ঘুম থেকে উঠে ঘরে নিহত মিনাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

পরে বাড়ির পাশে সেচ পাম্পের কাছে নিহতের ছেলে ইব্রাহীম তার লাশ দেখতে পায়। স্বামী শাজাহান মিয়ার পরকিয়া বিষয় নিয়ে প্রায় সময় গৃহবধু মিনার সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতাে। স্বামী শাজাহানের পরকিয়ায় বলি হতে পারে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, স্বামী শাজাহানের পরকিয়া বিষয় নিয়ে পর্যবেক্ষণ চলছে। গৃহবধু মিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।