টাঙ্গাইলে আগুনে পুড়ে ৫ দোকান ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ | ৬২৮

টাঙ্গাইল সদর উপজেলার বাউশা খানপুর বাজারে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহয়তা প্রদান করার আশ্বাস দেন। 

বাউশা খানপুর বাজার কমিটির সভাপতি আজাহার উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। মুহুর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনা একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আল-মামুন বলেন, এলাকাবাসীর খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।