তৃষার মডেল হবার গল্প

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | ১৯৩৩

তৃষা বসাক শিলা দিনাজপুর জেলার সদর উপজেলার অযোপড়া গা উত্তর মহেশপুর গ্রামে ২০০০ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন। তৃষা বসাকের দুই বোন এক ভাইয়ে মাঝে তৃষা দ্বিতীয়।  তৃষা বসাকের ছোট বেলা থেকেই  নাচ ও অভিনয় এর প্রতি দুর্বলতা ছিল। 

তৃষা বসাক মুখোমুখি হয়েছিল আলোকিতপ্রজন্ম সাথে কথা হচ্ছছিল তার নানা জানা অজানা বিষয় নিয়ে। 

প্রশ্ন: কিভাবে মিডিয়ার জগেত পদার্পন  করলেন ?

তৃষা: ছোট থেকেই টিভি দেখলেই মনে হতো যদি আমিও একিদন অভিনয় করব। আমিও টিভিতে কাজ করব। যেহেতু গ্রামে থাকি গ্রামের লোকেরাও নানান কথা বলতে শুরু করল নাচ করি তাই। তাদের কথায় আরো জেদ কাজ করছিল যে এই কাজ আমাকে করতেই হবে। তাই যোগাযোগ করি ঢাকা শহরে চলে আসলাম তার পর ছোট খাটো কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করা শুরু করলাম।

প্রশ্ন: কার সাথে যোগাযোগ করলেন?

তৃষা : আমার কিছুর বন্ধ মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিল তাই তাদের সাথে যোগাযোগ করে Youtube এ কাজ শুরু করলাম।

প্রশ্ন:কোন মিডিয়ার সাথে যোগাযোগ করলেন?

তৃষা: Amar Media  নামক Youtube মিডিয়ার সাথে কাজ শুরু করি।

প্রশ্ন:ঢাকায় একাই গিয়েছিলেন না অন্যকারো সাথে?

তৃষা:বাবার সাথে যাওয়া।

প্রশ্ন:যখন প্রথম কাজ করলেন তখন অনুভূতি কেমন ছিল?

তৃষা:অনুভূতি অনেক ভাল ছিল। আমার মতো খুশি হয়তো কেউ ছিলনা। যখন স্বপ্ন কাজ থেকে ছোঁয়া যায় তখন কার না ভাল লাগে। তবে প্রথম কাজ করা একটু ভয় করছিল। কিন্তু কনফিডেন্স নিয়ে খুঁশি মনে কাজ করছি।

প্রশ্ন:মিডায়া জগতে একা একা চলাফেরা করেন না কেউ সাথে থাকে?

তৃষা:না একা চলাফেরা করি না? কখনও বাবা আবার কখনও মা সাথে থাকে।

প্রশ্ন:নাচ বা অভিনয় কার কাছ থেকে শেখা?

তৃষা: আমি নিজে নিজেই টিভি দেখে শেখা। 

প্রশ্ন:আপনি কি রিলেশন করেন?

তৃষা:না! আমি রিলেশনে বিশ্বাসী নই। তবে আগে আমার স্বপ্ন পূরণ করব তার পর ভেবে দেখব।

প্রশ্ন:আপনি অভিনয় না  নাচকে বেশী ভালবাসেন?

তৃষা:নাচকে বেশী ভালবাসি। আমার মনে হয় নাচ আমার রক্তে মিছে আছে।

প্রশ্ন:আপনি কেমন লাইফ পার্টনার চান?

তৃষা:আসলে আমি এমন লাইফ পার্টনার চাই। যে আমার  অভিনয় এবং আমার স্বপ্নকে মূল্যায়ন করবে মেনে নিবে। যে আমার ফ্যামেলীকে সন্মান করবে। গরীব মানুষের পাঁশে দড়াবে।

প্রশ্ন:আপনার প্রিয় বন্ধু বা বান্ধুবীর নাম কি?

তৃষা:আফসানা শারমীন। কারণ সে সব সময় আমাকে সার্পট করে। আমার বিপদে আমার পাঁশে দাঁড়ায়।

প্রশ্ন:আপনার প্রিয় অভিনেতা ও অভিনেত্রী কে?

তৃষা:তাহসান হাবিব ও মেহেজাবীন। তাদের অভিনয় দেখলে মনে হয় নিজের কথাই বলছে।

প্রশ্ন:আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কি বলবেন?

তৃষা: আমার ফ্যান ফলোয়ারদের ভালবাসায় আমি আজ এত দূরে আসতে পেরেছি। আমি চাই সবসময় তাদের ভাল কাজ দিয়ে তাদের আস্থা অর্জন করে । আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের চাওয়া  আপনার জন্য কবাজ করতে পাড়ি।