কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৫

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ | ১৩১৪

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ১৫ জন জন আহত হয়েছেন।

১০ ডিসেম্বর রোববার সকালে উপজেলার যোগারচর ও সরাতৈল নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা গুলো ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, রোববার সকাল ৭টা ৫০ মিনিটে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মীম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬২১) ও নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিনামাটি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ ২ জন নিহত হয়।

আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ভোরে একই মহসড়কের কালিহাতী উপজেলার যোগারচর নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক যুবক গাড়ির চাপায় নিহত হয়।