নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ০২:১৮ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ | ৪৪৫
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 
 
জেলার অস্থায়ী কার্যালয়ে বুধবার দুপুরে  কেক কাটা পরে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি ও জেলা কমিটির সাধারন সম্পাদক কামাল মৃধা। 
 
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রাজু আহমেদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন,  সিংড়া উপজেলা শাখার সভাপতি খলিল মাহমুদ, লালপুর উপজেলা শাখার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, বাগাতিপাড়া উপজেলা শাখার উপদেষ্টা  অধ্যক্ষ সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আখলাক হোসেন লাল প্রমূখ। 
 
সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।