ভূঞাপুের ছাগল চোরের ১ মাসের কারাদণ্ড


টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় সোহাগ খানকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও মোবাইল চুরির দায়ে টেলু মিয়াকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলো- উপজেলার অর্জুনা পশ্চিমপাড়া গ্রামের শফি খানের ছেলে সোহাগ খান (২৩) এবং ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে টেলু মিয়া (৩৫)।
এর আগে রোববার রাতে উপজেলার অর্জুনা থেকে ছাগল চুরির অপরাধে সোহাগ এবং মোবাইল চুরির অপরাধে টেলু মিয়াকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।