টাঙ্গাইলে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ


'কালিহাতীতে শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শিল্পপতি মোঃ জাফর আলী খানের উদ্যোগে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকা প্রবাসী হাসান তারেক খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী কাজী আবদুল সালাম।
পাইকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নূরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্যবসায়ী মো. মোনায়েম হোসেন ও মিজানুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য, মো. জাফর আলী খান গত ৫ বছর যাবৎ অসহায় ব্যক্তিদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য ও বস্ত্র দান করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার পাইকড়া ইউনিয়নের ৫০০ কম্বল ও ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, চিনি, লবণ ও ভোজ্য তেল বিতরণ করেন।