টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | ৯০৮

টাঙ্গাইলে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছে। আহত হয়েছে আরও ৩০ জন।

বুধবার সকাল ৮টার দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন এবং দিবাগত ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘর্ষে ট্রাকের হেলপার ইমন নিহত হয়। সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

অপর দূর্ঘটনার নিহতের পরিচয় জানা যায়নি। তবে পু‌লিশ জা‌নিয়েছে নিহত দুইজনই হেলপার ছিল। এছাড়াও ঘন কুয়াশার কারনে সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কা‌ছে ঢাকাগামী লেনে দুই‌টি ট্রাকের সংঘর্ষ বাঁধে।

পৃথক এই তিন‌টি ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ‌দিকে পৃথক তিন‌টি দূর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতু উভয়পাড়সহ মহাসড়কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কি‌লো‌মিটার সড়কে যানজট দেখা দেয়। তবে দূর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সড়ানোর পর সকাল সাড়ে ১০টার পর যানবাহন ধীরগ‌তিতে চলাচল করছে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান ব‌লেন, সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অং‌শে ঢাকাগামী দুই‌টি বা‌সের সংঘর্ষ হয়। এ‌তে এক‌টি বাসের হেলপার মারা যায়। আহত হয় ১০জন।

এছাড়া আজ ভোর রাতে কা‌লিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস ও ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়। আহত হয় আরো ২জন তবে নিহতদের প‌রিচয় জানা যায়‌নি।

এছাড়া সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭রনম্বর পিলারের কাছে দুইটি ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়। দূর্ঘটনার পর প‌রিবহনগু‌লো সড়ক থেকে স‌রিয়ে দেয়া হয়েছে।

ও‌সি ‌তি‌নি আরো জানান, সকালে ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক এই  দূর্ঘটনাগু‌লো সংগ‌ঠিত হয়। 

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশের ইনচার্জ কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু‌র উপর দূর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃ‌ষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে গা‌ড়ির চাপ কমে গিয়ে ধীরগ‌তিতে যানবাহন চলাচল করছে।