শেখ হাসিনা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ | ১৫৬৫

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস (সেশন-২০১৯-২০২০) এর ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডাঃ মোঃ নরুল আমীন মিঞা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ত্বত্তবধায়ক ডাঃ সদর উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।