বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাস-এর মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৬:২৮ পিএম, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | ৬৫৪

৭১’এর রণাঙ্গনের বীরসেনা, ৭৫’এর ১৫ আগস্টের বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিক্ষোভকারী সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ও কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ রসায়ন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক নরেশ চন্দ্র দাস (৬৫) মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।