কালিহাতীতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


শিক্ষা,শান্তি,প্রগতি শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার(৪ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা।
র্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক এম.এ মালেক ভূইয়া, কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সদস্য খন্দকার আব্দুল মাতিন, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সহ-সভাপতি পরিতোষ সেন, রিফাত আহম্মেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগ নেতা রানা তালুকদার, মামুন মিয়া, রায়হান খান, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কনক মন্ডল, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ জয়, জসিম ও ছাত্রলীগ নেত্রী রিয়া মনি, শীলা আক্তার, মিতু আক্তার, অর্পিতাসহ বিভিন্ন পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।