বিদ্যুত সংযোগ না দেওয়ার কারণে ৩০০ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত!

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩০ পিএম, রোববার, ৩ ডিসেম্বর ২০১৭ | ৫১৮
ফাইল ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিদ্যুত সংযোগ না দেওয়ার কারনে ৩০০থেকে ৪০০ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত হাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষক।

ধনবাড়ী উপজেলার পৌর শহরের কিসামত মৌজার খাসপাড়া গ্রামে জে.এল-৪৪,১৭৮৭ নং দাগে ২০১৪-২০১৫ অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)-র, আইডিপি-র প্রকল্পধীন ৩০০থেকে ৪০০ বিঘা কৃষি জমির চাষাবাদ আর¤ভ করতে পারছে না কৃষকেরা। এই মূহুর্তে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ যদি বিদ্যুত সংযোগ না দেয় তাহলে কৃষকদের গোলায় সোনার ধান উঠবে না বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

বিদ্যুত সংযোগ ব্যাতীত প্রকল্পের সংশ্লিষ্ট সকল বিষয়াদি সম্পন্ন সহ গভীর নলকূপ-যাহার নং-২৭, টি সচল করা হলেও বার বার বিদ্যুত সংযোগ চেয়েও আজ পর্যন্ত ও সংযোগ না পাওয়ার কারণে কৃষকেরা আমন ধান রোপন করতে পারছে না। খাসপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান জানান,পল্লী বিদ্যুত কর্র্তৃপক্ষ যদি এই মহুর্তে বিদ্যুত সংযোগ না দেয় তাহলে আমরা এবছর এই অঞ্চলের ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে ধান আবাদ করতে পারব না।

খাসপাড়া গ্রামের কৃষক আ: আজিজ, মোজাম্মেল হোসেন,আ: বারেক,শুকুর আলী, আবুল হোসেন, আব্দুল হালিম সহ আরো অনেকেই জানান, বি এ ডিসি ও প্রকল্পধীন কৃষি জমির চাষাবাদের জন্য সকল কার্যক্রম সম্পূণ্র্ হলেও পল্লী বিদ্যুত সংযোগ না দেওয়ার কারণে আমরা আমদের এই এলাকার ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে ধান লাগতে পারছি না।

আমাদের সকলের দাবী গভীর নলকূপে বিদ্যুত সংযোগে দিয়ে আমাদের এই কৃষি জমি চাষাবাদ করতে পারি এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় কৃষি মন্ত্রীর সহ বিদ্যুত প্রতিমন্ত্রীর নিকট জোর হস্তক্ষেপ কামনা করছি।

খাসপাড়া সেচ প্রকল্পের ম্যানেজার মো: আব্দুল হাই প্রামনিক জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)-র, আইডিপি-র প্রকল্পধীন বিদ্যুত সংযোগ ব্যাতীত প্রকল্পের সংশ্লিষ্ট সকল বিষয়াদি সম্পন্ন সহ গভীর নলকূপটি সচল করা হলেও বার বার বিদ্যুত সংযোগ চেয়েও আজ পর্যন্ত ও সংযোগ পাইনি।

না পাওয়ার কারণে কৃষকেরা ৩০০থেকে ৪০০ বিঘা কৃষি জমির ধান রোপন করতে পারছে না।

বিদ্যুত সংযোগের বিষয়ে ধনবাড়ী পল্লী বিদ্যুত সাব জোনাল অফিসের এজিএম আব্দুস সবুর জানান,জামালপুর থেকে ধনবাড়ী পর্যন্ত ৩৩ কেবি অভার লোড থাকার কারণে সেচ এবং শিল্প নতুন সংযোগ প্রধান স্থগিত আছে।

একই সমস্যার কারণে এই ৩০০ থেকে ৪০০ বিঘা জমির ডিপটিওবয়েল এর লাইনটির সংযোগ বন্ধ রয়েছে।