টাঙ্গাইলের ভূঞাপুরে প্রথম ইভিএমে ভোট গ্রহন


টাঙ্গাইলের ভূঞাপুরে এই প্রথম ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইভিএমে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সাধারন ভোটাররা। চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
মোট ২১৬২ জন ভোটারের তিনটি ভোট কক্ষে ৬টি ভোটিং ম্যাশিনের ব্যবস্থা করা হয়। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য অফিসার ড. মো. হাফিজুর রহমান।
তিনি জানান, টাঙ্গাইলে এই প্রথম ইভিএমে ভোট হচ্ছে। ইভিএমে ভোট দিতে পেরে সাধারন ভোটাররা অনেক খুশি। তারা উৎসবমুখর পরিবেশ ভোট প্রদান করেছেন।
উল্লেখ, উপজেলার অর্জুনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গত ২৯ জুন মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করেন এবং ৩০ ডিসেম্বর সোমবার উপ-নির্বাচনের দিন ধার্য করেন।