মধুপুরে বনের

অর্ধ লক্ষাধিক টাকার সেগুন গাছ কর্তন বন রক্ষক কিছুই জানেন না!

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ পিএম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | ৭১৯

টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার সেগুন গাছ কেটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার দোখলা সদর বিটের ভুটিয়া গ্রামের সেগুন বাগান থেকে ১০/১১টি বড় বড় গাছ রাতের আধারে কেটে নিয়ে গেছে। গাছগুলোর বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা। এলাকাবাসী জানান, এক সাথে এতগুলো গাছ কেটে নিলেও পাহারাদার ও বন রক্ষক কিছুই জানেন না!

স্থানীয় গণি মিয়া জানান,বন রক্ষক ও পাহারাদার মো.হামিদের যোগসাজশে ভুটিয়া গ্রামের লাল মিয়া ভূট্রো (৪৫), মো.রফিকুল ইসলাম (৪৭), চাঁন মাহমুদ এবং অরণখোলা গ্রামের মফিজ উদ্দিন (৩৫) মিলে গাছগুলো কেটে নিয়েছে।

সেগুন বাগানের পাহারাদার মো.আ.হামিদ জানান, নূরুজ্জামান নামের এক ব্যক্তি একটি মরা গাছ কাটলে আমি বিট অফিসারকে জানাই। তিনি (বিট অফিসার) নূরুজ্জামানকে অফিসে ডেকে নেন। তারপর কী হয়েছে তা জানি না।

দোখলা সদর বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা মো.মজিবর রহমান জানান, বাগানে কাটা গাছের একটি মোথাও আমি পাইনি। তিনি জানান, এক চোর আরেক চোরের বিরুদ্ধে অভিযোগ করেই থাকে।
দোখলা রেঞ্জ কর্মকর্তা মো.রিয়াজুল মতি