মির্জাপুরে কলেজ শিক্ষকদের কালো ব্যাচ ধারণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | ৫০৬

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষকদের কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। কলেজ জাতীয়করণ প্রক্রিয়ার বিরুদ্ধে হীনচক্রান্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ক্লাস স্থগিত, পরীক্ষা স্থগিত এবং বিসিএস শিক্ষা ক্যাডারভূক্ত শিক্ষকদের অযৌক্তিক কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মির্জাপুর কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কর্তৃক অনৈতিক পরীক্ষা ও কর্মবিরতির প্রতিবাদে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় সারা বাংলাদেশের যে সকল উপজেলায় সরকারি স্কুল এবং কলেজ নেই সেখানে একটি করে স্কুল এবং কলেজ সরকারি করণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের সেই মহতী প্রচেষ্টাকে বানচাল করার ষড়যন্ত্র করার প্রতিবাদে এবং কোমলমতি লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের যে কর্মসূচি বিসিএস সাধারণ শিক্ষক সমিতি পালন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মির্জাপুর কলেজে এ কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এ কর্মসূচিতে মির্জাপুর কলেজের সকল শিক্ষকবৃন্দ অংশ নেয়। জানা গেছে, সারাদেশে একযোগে ২৮৩টি কলেজ শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।