আরো ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৪


দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগীদের ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯-এ। একই সময় দেশে নতুন করে ৬৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের ১৮০টি ল্যাবরেটরির তথ্য উল্লেখ করে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ হয়েছে। আগের কিছু নমুনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭০১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৪৯ হাজার ৪০২টি।
এদিকে গত এক সপ্তাহে
দেশের নমুনা পরীক্ষা প্রায় ৭ শতাংশ কমেছে। তার সঙ্গে শনাক্ত রোগী ১৭ শতাংশ কমেছে। এই সময়ে মৃত্যু কমেছে ৮ শতাংশ, আবার সুস্থতার হারও কমেছে সাড়ে ৩৮ শতাংশ।
বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় গত ২০ ডিসেম্বর।