মির্জাপুরে ১৫ গ্রামের মানুষের ভরসা খেয়া নৌকা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯ পিএম, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৯৫৮

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় বংশাই নদে সেতু নেই। এতে আশেপাশের ১৫ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। ওই ১৫ গ্রামের মানুষের প্রধান ভরসা খেয়া নৌকা।

এলাকাবাসী জানান, ওই এলাকা দিয়ে মির্জাপুর উপজেলার কোদালিয়া, ছলিমনগর, ভরপাড়া, বান্দাচালা, লতিফপুর, টাকিয়াকদমা, তরফপুর, ছিটমামুদপুর ও লতিফপুর আশেপাশের অন্তত ১৫ টি গ্রামের মানুষ চলাচল করে।

এছাড়া পার্শ্ববর্তী সখিপুর উপজেলার লোকজন এই রাস্তা দিয়ে জরুরী প্রয়োজনে চলাচল করেন। লোকজনের পারাপারের জন্য দুইটি নৌকা রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি ও ব্যবসায়ীরা বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকাযোগে নদীটি পার হতে হয়।

কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ (৭০) বলেন, ‘আমাগো খুবই দুঃখ। একটা বিরিজ অইলে আমাগো দুই পারের মানুষের মধ্যে একটা মিলন অইতো। বিপদে পড়লে লোকজনরে আরো না অইলের ৬-৭ মাইল ঘুইর্যা হয় চাঁনপুর বিরিজ দিয়্যা নইলে মির্জাপুর বিরিজ দিয়ে মির্জাপুর য্যাইতো অয়। অসুখ রোগীগো কষ্ট আরও বেশি। র্যাত কইর্যা গাঙ পার অওনের জন্য নাও ও থাকে না।’

আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জানান, নদীর উত্তরপাড় থেকে স্কুল-কলেজের সহ¯্র শিক্ষার্থী দক্ষিণ পাড়ে আসে। এদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলতে হয়। অন্তত স্কুল-কলেজের শিক্ষার্থীর কথা বিবেচনা করে এখানে একটি সেতু নির্মাণ করা জরুরী। 

নৌকার মাঝি যতীন চন্দ্র জানান,  নদী পার হতে জনপ্রতি ২ টাকা, বাইসাইকেল ৫ টাকা ও মোটরসাইকেল ১০ টাকা দিতে হয়। গড়ে প্রতিদিন কমপক্ষে ২০০ মোটারসাইকেলসহ বাইসাইকেল ও রিকশা মিলিয়ে ৫ শতাধিক যান পার করা হয়। তবে সেতু হলে এখান দিয়ে প্রচুর পরিমানে যানবাহন চলবে। মানুষের সুবিধা বাড়বে।

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শাহীন মিয়া জানান, নদীর উত্তর পারের মানুষ যারা মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন।

তাঁরা কাজ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া কিংবা সোহাগপুর এলাকা থেকে বাড়ি যেতে ভাড়ায় মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা নিয়ে নদের দক্ষিণ পাড়ে নেমে নৌকায় নদী পাড়ি দেন। এতে তাদের খুবই কষ্ট হয়।

বিশেষ করে রাতের বেলায় তারা দুর্ভোগে পড়েন। বর্ষায় কিংবা নদীতে পানি বেশি থাকলে নদী পাড়ি দিতে অনেক সময় নৌকা পাননা। ওই এলাকায় একটি সেতু হলে মানুষের কষ্ট কমে যেতো। তাঁদের আয়ও বৃদ্ধি পেত। 

মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী মো. সামছুদ্দীন জানান, কোদালিয়া খেয়াঘাটে ৩০০ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণের জন্য ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদিত হলে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সেতু নির্মাণ করা হবে।