মির্জাপুরে পৌরসভার বাইমহাটিতে রাস্তার উপর বর্জ্য পানি

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫ পিএম, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৫৯৯

মির্জাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইমহাটির গুরুত্বপূর্ণ একটি রাস্তার একাংশ  বর্জ্যরে পানিতে তলিয়ে গেছে।  ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসা বাড়ির নিষ্কাশিত বর্জ্যরে পানিতে রাস্তাটির একাংশ তলিয়ে গেছে বলে ওই ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেছেন। 

এদিকে রাস্তার উপর বর্জ্য পানি থাকায় সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালে মির্জাপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের আমলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ চলমান থাকলেও পশ্চিম বাইমহাটির হাসপাতাল রোড হতে ছাপরা মসজিদ পর্যন্ত রাস্তার উন্নয়ন ও ড্রেন নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি।

পশ্চিম বাইমহাটিতে রয়েছে চারটি বেসরকারী হাসপাতালসহ বহুতল ভবনের বিপুল সংখ্যক বাসা বাড়ি। এছাড়া পশ্চিম পাড়া মসজিদে নামাজ পড়ার জন্য মুসুল্লিরা এই রাস্তাটি দিয়েই যাতায়াত করে থাকেন।

অন্যদিকে মির্জাপুর কলেজ, মির্জাপুর এস কে উচ্চ বিদ্যালয় ও প্রাইমারী স্কুলের অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। শুধু তাই নয়, উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ে যেতে ও কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিতে বিপুল সংখ্যক লোক এই রাস্তাটি ব্যবহার করে থাকেন।

কিন্তু পৌর কর্তৃপক্ষ রাস্তাটির উন্নয়নে ও ড্রেন নির্মণে দ্রুত কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন।

অত্র এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবত ময়লা বর্জ্য ও বাসা বাড়ির নিষ্কাশিত বর্জ্যপানি পাশের কুমুদিনীর পুকুরে নিক্ষিপ্ত করে আসছে। সম্প্রতি কুমুদিনী কর্তৃপক্ষ পুকুর ভরাট করে দেয়াল নির্মাণ করছে। ফলে বাসা বাড়ির নিষ্কাষিত বর্জ্য পানি রাস্তাটিতে নেমে তলিয়ে যাচ্ছে। এতে অসুবিধায় পড়েছে স্থানীয় পৌর বাসিন্দারা।

দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রউফ বলেন, রাস্তার উন্নয়ন ও ড্রেন নির্মণের জন্য বহু আগে পৌরসভায় দরখাস্ত দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছেনা ।

মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পশ্চিম বাইমহাটির ওই রাস্তাটি উন্নয়ন কাজ করা হবে। আমরা চিন্তা ভাবনা করছি রাস্তাটির পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মণের।