মেয়র আনিসুল হক ফের আইসিইউতে

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭ | ১১৬৬

লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে ফের আইসিইউতে নেওয়া হয়েছে। 

আনিসুল হকের স্ত্রী রুবানা হক ২৮ নভেম্বর (মঙ্গলবার) জানিয়েছেন, সংক্রমণের কারণে আনিসুল হককে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট হাসপাতালে চেকআপ করাতে যান। চেকআপ শেষে বাসায় ফিরে জ্ঞান হারিয়ে ফেলেন। ডাক্তারি ভাষায় যাকে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়। ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিলো।

তার শারীরিক অবস্থার উন্নতির পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন। এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হয় ৬৫ বছর বয়সী আনিসুল হককে।