বাসাইলে স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এসকে শুয়াইবুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মোস্তফা, সহ-সভাপতি এমকে ভুইয়া সোহেল, প্রচার সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ওসমান গনি।
হাসপাতালে নরমাল ডেলিভারী করনোর বিষয়ে জনগণকে উদ্বদ্ধ করণ, রোগীদের চেকআপ এর সেবায় মাননোন্নয়ন, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।