মির্জাপুরে উজার হচ্ছে বন প্রতিনিয়ত নির্মিত হচ্ছে নতুন ঘরবাড়ি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৮৫১

বনের জায়গা দখল করে অবাদে নির্মিত হচ্ছে ঘর বাড়ি। এতে বনের জায়গা কমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই চিত্র ফুটে উঠেছে।

বন বিভাগের জায়গায় অবাধে ঘর বাড়ি নির্মাণের সাথে জড়ীত থাকার অভিযোগ উঠেছে এলাকার আওয়ামী লীগ নেতা এবং বন বিভাগের কতিপয় কর্মকর্তার বিরদ্ধে। 

এলাকাবাসী জানান, ইউনিয়নটির বিভিন্ন গ্রামে নতুন ঘর বাড়ি নির্মাণ হলেও চিতেশ্বরী, টেকিপাড়া, আজগানা, হাটখোলা, ভেলকার চালা, জয়নারসিট ও বেলতৈল মধ্যপাড়া এলাকায় সংখ্যায় বেশি রয়েছে। গত প্রায় আট বছরে ইউনিয়নটিতে নতুন করে ২ শতাধিক বাড়ি নির্মিত হয়েছে। এদের মধ্যে স্থানীয়রা ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার আসা লোকজনও রয়েছেন। যাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর আব্দুল লতিফ মাহমুদ বন বিভাগের লোকজনের সঙ্গে যোগসাজশে ঘর তুলে দিয়েছেন। সংখ্যায় কম হলেও একই ধরনের অভিযোগ আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার ও তাঁর ভাই সাহাদত সিকদারের বিরুদ্ধেও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজগানা ইউনিয়নের আজগানা, হাটুভাঙা, কুড়িপাড়া, বেলতৈল ও চিতেশ্বরী এলাকায় বন বিভাগের ২ হাজার ২৯৭ একর জমি রয়েছে।  বিভিন্ন স্থানে পূর্বে লোকজন ঘর তুললেও তা আটিয়া অধ্যাদেশের আওতায় রয়েছে। তবে গত কয়েক বছর ধরে ঘর তুলার সংখ্যা ক্রমেই বাড়ছে। 

সর্বশেষ হিসেব অনুযায়ী, ইউনিয়নটিতে বন বিভাগের প্রায় ৬১৭ একর জমি জবর দখলে রয়েছে। যেখানে আট বছরে নতুন করে ২ শতাধিক বাড়ি করা হয়েছে। এগুলোসহ ইউনিয়নটিতে প্রায় ৪ হাজার বাড়ি জবরদখলকৃত জায়গায় রয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, চিতেশ্বরী এলাকায় আধাপাকা দেয়ালের ঘরসহ গত আট বছরে কমপক্ষে ২০টি বাড়ি নির্মিত হয়েছে। সেখানে নতুন চারটি ঘর নির্মান করা হচ্ছে।  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের একলা গ্রামের ফিরুজা বেগম জানান, তিনি স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন। তিন বছর আগে সেখানে বাড়ি করেছেন। তিনি বলেন, ‘সরকারি জায়গায় ফরেষ্ট গার্ড আইস্যা ঘর তুইল্যা দিছে।’ 

রৌমারীর ডাঠিয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী নুরজাহান বেগম জানান, ইউপি চেয়ারম্যানের সহায়তায় তাঁরা সেখানে বাড়ি করেন। বিয়ে করানোর পর ছেলের জন্য নতুন টিনের ঘর দিচ্ছেন। 

টেকিপাড়া এলাকায় আধাপাকা দেয়ালের ঘর নির্মাণ করেছেন রৌমারী উপজেলার নটাকান্দি গ্রামের এরশাদুল ইসলামের স্ত্রী ছালমা আক্তার জানান, বন বিভাগের জায়গায় অনেক ঘর আছে। তাঁরাও ঘর তুলেছেন। 

উপজেলার রানাশাল গ্রামের প্রয়াত কদ্দুছ সিকদারের স্ত্রী কামরুন্নাহার জানান, তিনি চার বছর আগে বনের জায়গায় বাড়ি করেছেন। এ কাজে তিনি তাঁর চাচাত ভাইয়ের কাছে টাকা দিয়েছেন। তবে চাচাত ভাই কার কাছে টাকা দিয়েছেন তা জানাননি। তিনি বলেন, এলাকার চেয়ারম্যান আর মাতাব্বরেরা সহযোগিতা করে বাড়ি করার সুযোগ করে দিয়েছেন। নতুন করে যারা ঘর তুলছেন তাঁদের বেশির ভাগই উত্তরাঞ্চলের।

গ্রাম পুলিশ খোরশেদ আলম জানান, পুরো ইউনিয়নটির বিভিন্ন স্থানে নতুন করে ঘর তুলা হয়েছে। এর মধ্যে আজগানাতে বেশি পরিমান নতুন ঘর রয়েছে। 

আজগানা ও হাটখোলা এলাকায় দেখা গেছে, পাহাড়ের উপরে ও ঢালে টিন ও ইটের দেয়ালে নির্মিত ঘর।

রফিকুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম জানান, বন বিভাগের জায়গায় গত আট বছরে ওই এলাকায় কমপক্ষে ৫০টি বাড়ি হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর আব্দুল লতিফ মাহমুদ সহযোগিতা করেছেন। কি কারণে ও কি ধরনের সহযোগিতা করেছেন তা জানতে চাইলে তিনি নীরব থাকেন।

শফিকুল ইসলামের স্ত্রী আছমা বেগম জানান, ঘর তুলতে ফরেষ্ট গার্ডেরাসহ অনেকেই টাকা নিয়েছেন। কি পরিমান টাকা নিয়েছেন জানতে চাইলে বলেন, ‘মোটা টাকা নিছে।’

বেলতৈল মধ্যপাড়া এলাকায় গত এক বছরে নতুন নির্মিত চারটিসহ অন্তত ১৫টি বাড়ি রয়েছে। নুতন ঘর দিচ্ছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের একলা গ্রামের জবেদ আলী। তাঁর স্ত্রী রহিমা বেগম জানান, ইউপি চেয়ারম্যানের ভাই সাহাদত সিকদার তাঁদের সাহায্য করছেন।

মুঠোফোনে সাহাদত সিকদার বলেন, ‘আমি কোন অনৈতিক কাজের সঙ্গে জড়িত নই। ফরেষ্টার সিরাজুল ইসলামের সময় বিভিন্ন স্থানে বনের জায়গায় ঘর উঠেছে।’ তবে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

মীর আব্দুল লতিফ মাহমুদ বলেন, ‘আমি কারও কাছ থেকে কোন টাকা নেয়নি এবং বন বিভাগের কাউকে আমার হাত দিয়ে টাকা দেইনি। বনের জায়গায় ঘর তুলার কারণে নিরীহ লোকজনের নামে কিছু মামলা হয়েছিল। আমি তাঁদের জামিনে ছাড়িয়ে আনতে সহযোগিতা করেছি। এলাকার কিছু খারাপ মানুষ আছে যারা নেশাগ্রস্ত, মাদক ব্যবসা করে তাঁরা আমার নামে কুৎসা রটিয়েছে।’

আজগানা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদারের মুঠোফোনে কথা হলে  তিনি বলেন আমি সব সময় স্পষ্ট কথা বলে থাকি। বন বিভাগের কারো সাথে আমার কোন সম্পৃক্ততা