টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকান্ড; ক্ষতি ২৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | ৪৮৫

টাঙ্গাইলের গোপালপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টা ২০ মিনিটের দিকে উপজেলার নলিন বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার বিকেলের দিকে ওই বাজারের একটি কাপড়ের দোকানে থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রাপাত হয়। পরে পাশে থাকা ৪ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোপালপুর ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে ১ ঘটনায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।