ধনবাড়ীতে আল-নাইর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৩:০৬ পিএম, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | ৪৬৬

শিক্ষাই জাতির মেরুদন্ড আজকের শিশু আগামী দিনের ভবিষৎ এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে আজীবন সম্মাননা সুফিয়া আহমেদ আল-নাইর বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ধনবাড়ী নওয়াব ইস্টিটিউশন স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ধনবাড়ীর ২৫ টি স্কুলের ৬৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন আজীবন সম্মাননা সুফিয়া আহমেদ আল-নাইর বৃত্তি প্রকল্পের পরিচালক তাহমিনা সিদ্দিকী , কেন্দ্র সচিব ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান বিএসসি, মালতী আলুবীজ হিমাগারের উপ-পরিচালক সাজেদুল ইসলাম,ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র সরকার, আল-নাইর বৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগী তারেক আহম্মেদ সিদ্দিকী ও মারুফ আহমেদ সিদ্দিকী । সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।