আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে
চ্যাম্পিয়ন কুমুদিনী সরকারি কলেজ


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী সরকারি কলেজের মেয়েরা শুধু লেখাপড়ায়ই নয় ক্রীড়াঙ্গনেও সাফল্য বয়ে আনতে পারে।
তার প্রকৃষ্ট উদাহরণ এবছর ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ (জেলা পর্যায়) ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানের মেয়েরা।
এছাড়াও রিলে দৌড়ে ১ম স্থান, গোলক নিক্ষেপে ১ম ও ৩য় স্থান, চাকতি নিক্ষেপে ২য় স্থান, ব্যাডমিন্টন দ্বৈত (রানার্স আপ), উচ্চ লল্ফে ৩য় স্থান অর্জন করে ছাত্রীরা। জানা যায়, গত ০৯ নভেম্বর শনিবার থেকে ১১ দিন ব্যাপী টাঙ্গাইল সরকারি এম. এম. আলী কলেজ মাঠে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর মঙ্গলবার এ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সরকারি এম.এম. আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্য।
জেলার বিভিন্ন কলেজের মেয়েদেরকে হটিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় কুমুদিনী সরকারি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলে খুবই আনন্দিত। কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মান্নান জানান, আমাদের প্রতিষ্ঠানের মেয়েরা ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুবই আনন্দিত।
এ অর্জন শুধু খেলোড়ারদের একার নয় এ অর্জন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষাথী এবং অভিভাবকদের। এছাড়া আমি খেলোয়াড়দের ও দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক এ.টি.এম যাবের হোসেনকে অভিনন্দন জানাই।
এছাড়া তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানের মেয়েরা যেভাবে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক সেই ভাবেই বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শুধু প্রতিষ্ঠানের সুনাম অর্জনই করবে না তথা টাঙ্গাইলের সুনাম বয়ে আনবে বলে আমি আশা করি।