নাটোরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু


নাটোরে ২০১৯-২০ মৌসুমের আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় সরকারী খাদ্যগুদামে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি। কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারী খাদ্য গুদামে সরবরাহকৃত শস্য বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘসময় ধরে গুদামে খাদ্য সংরক্ষণ করতে হয়। তাই কৃষকদের উচিৎ গুণগতমানের ধান সরবরাহ করে জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলুসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে জেলায় ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৯৬ মেট্রিক টন। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ১ হাজার ৩২৮ মেট্রিক টন এবং নলডাঙ্গা উপজেলায় ৩৯৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সরকার নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২৬ টাকা । চলতি বছরের ২০ নভেম্বর থেকে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।