টাঙ্গাইলে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৪৯২

টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া ট্রাকের চাপায় মমতাজ রাজবংশী (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ রাজবংশী উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী মাঝিপাড়া গ্রামের শ্রীবাস রাজবংশীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা পুলিশ জানায়, সকালে বাইপাস স্টেশন এলাকায় মমতাজ ও কমল রাজবংশী মহাসড়ক পার হচ্ছিলেন । এ সময় ইটভর্তি একটি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৫০৫) তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মমতাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত  কমল রাজবংশীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।